২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

নাজিরপুরে সপ্তম শ্রেণীর ছাত্রী ধর্ষনের অভিযোগে মামলা

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুরে সপ্তম শ্রেণীর এক মাদরাসা ছাত্রী (১৬) কে ধর্ষনের ঘটনা ঘটেছে। ওই ছাত্রীকে ধর্ষনের অভিযোগে মঙ্গলবার (১৪ ডিসেম্বর) ওই মাদরাসা ছাত্রীর পিতা বাদী হয়ে নাজিরপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। ভুক্তভোগী ওই মাদরাসা ছাত্রী উপজেলার দেউলবাড়ি দোবড়া ইউনিয়নের দেউলবাড়ির রাওজাতুল উলুম মাদরাসার সপ্তম শ্রেণীর ছাত্রী। ধর্ষনের সাথে জড়িত থাকার অভিযোগে স্থানীয় বেলায়েত হোসেনের ছেলে মো. রেজাউল মল্লিক (২৩) ও তার সহযোগী একই এলাকার রফিক শেখের ছেলে সেরাজুল শেখ (২২) এ দু’জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
দায়ের হওয়া মামলা সূত্রে জানা গেছে, গত ৯ ডিসেম্বর উপজেলার দেউলবাড়ি দোবড়া ইউনিয়নের দেউলবাড়ি গ্রামের ওই মাদরাসা ছাত্রী তার এক সহপাঠীকে নিয়ে তাদের মাদরাসা খুলছে কিনা তা জানতে মাদরাসায় যায়। মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে মাদরাসা সংলগ্ন জনৈক মাহাবুবুর রহমানের বাড়ির সামনে পৌঁছায়। এ সময় পূর্ব থেকে সেখানে ওঁৎ পেতে থাকা ওই দুই যুবক তাকে মুখ চেপে মাহাবুবের বাড়িতে ধরে নিয়ে যায় এবং ওই বাড়ির ফাঁকা ঘরে নিয়ে বন্ধু সেরাজুলের সহযোগীতায় রেজাউল তাকে জোর করে ধর্ষন করে। এ সময় তার সাথে থাকা অন্য সহপাঠী দৌড়ে আত্মরক্ষা করে ও বাড়িতে গিয়ে বিষয়টা ওই ছাত্রীর পরিবারকে জানায়।
নাজিরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি, তদন্ত) মো. মাহিদুল ইসলাম জানান, ভুক্তভোগী ওই ছাত্রীর পিতা মামলা দায়ের করেছেন। অভিযুক্ত আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। ভুক্তভোগী ছাত্রীকে মেডিকেল পরীক্ষার জন্য জেলা হাসপাতালে প্রেরন করা হয়েছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ