পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের নাজিরপুরে স্কুল ছাত্রীর শ্লীলতা হানী করতে গিয়ে ভুক্তভোগী ছাত্রীর দায়ের কোপে যুবক গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার (২৭ জানুয়ারী) রাতে উপজেলার সদর বাজারে। আহত মো. সিরাজুল ইসলাম (২৫) নামের যুবক উপজেলার সদর ইউনিয়নের সাতকাছিমা গ্রামের আশ্রাফ আলীর ছেলে ও উপজেলা সদরের চরগলির কাপড়ের ব্যবসায়ী । আর ওই শিক্ষার্থী নাজিরপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী ।
স্থাণীয়রা জানান, ওই রাতের পৌনে ৮টার দিকে ওই ছাত্রীটি তাদের বসত ঘরের দোতালায় বসে বই পড়ছিলো। এসময় ওই যুবক তাদের ঘরে ঢুকে ওই ছাত্রীকে শ্লীলতা হানীর চেষ্টা করে। এসময় ওই ছাত্রী ওই যুবকের হাত থেকে রক্ষা পেতে ডাক-চিৎকার দিলেও যুবক তাকে ছাড়ে না। তাই নিজেকে রক্ষা পেতে ওই কক্ষে থাকা দা দিয়ে ওই যুবকের মাথায় কোপ দিয়ে নিজেকে শ্লীলতা হানী থেকে রক্ষা করে। এ সময় ওই ছাত্রী ডাক-চিৎকারে স্থাণীয়রা এগিয়ে এসে ওই যুবককে মারধর করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা প্রদান করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মো. মোস্তফা কায়সার জানান, ওই যুবকের মাথায় ধাঁড়ালো কিছুর আঘাতের চিহ্ন রয়েছে।
নাজিরপুর সদর বাজার সমিতির সভাপতি মো. পান্নু ফরাজী জানান, ঘটনাটি শুনেছি। ওই ছাত্রীর বাবা তাদের মান-ইজ্জতের কথা ভেবে কোন মামলা দিতে রাজী হন নি। তবে ওই ব্যবসায়ীকে বাজারে ব্যবসা করতে দেয়া হবে না। তার (যুবক) পরিবার থেকে দাবী করা হচ্ছে ওই যুবক কিছুটা মানসিক প্রতিবন্ধী (পাগল)।
নাজিরপুর থানার ওসি (তদন্ত) মো. জাকারিয়া হোসেন জানান, বিষয়টি শুনেছি। তবে কোন মামলা দায়ের হয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।
