১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নানা আয়োজনে ইসলামী ব্যাংক হাসপাতালে নার্সেস দিবস পালন

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

বাণী ডেস্ক: বর্ণাঢ্য র‌্যালি, কেক কাটা, ফুলেল শুভেচ্ছা বিনিময়, আলোচনা সভা ও দোয়া মোনাজাত সহ নানা আয়োজনে বরিশাল ইসলামী ব্যাংক হাসপাতালে পালিত হলো আন্তর্জাতিক নার্সেস দিবস। ১২ মে রোববার সকাল ১০টায় র‌্যালিতে নেতৃত্ব দেন এবং আলোচনা সভায় মূল আলোচনা পেশ করেন ইসলামী ব্যাংক হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডা. মো. ইসতিয়াক হোসেন। অনুষ্ঠানের কার্যক্রম উদ্বোধন করেন হাসপাতালের প্রশাসনিক ইনচার্জ মুহাম্মদ আব্দুল কুদ্দুস। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র স্টাফ নার্স আফসানা মিমি, সাইফুল্লাহ সজিব। নার্সদের নিয়ে দরাজ কন্ঠে একটি ব্যতিক্রমী সঙ্গীত পরিবেশন করেন প্রশাসনিক কর্মকর্তা আশিকুল হায়দার। অনুষ্ঠানের শুরুতে একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করেন সিনিয়র স্টাফ  নার্স হাফসা আক্তার। দেশাত্ববোধক গান পরিবেশন করেন কাজী আফরোজা। অসাধারণ একটি গান পরিবেশন করেন চাঁদ। গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন হাসপাতালের প্রশাসনিক ইনচার্জ মুহাম্মদ আব্দুল কুদ্দুস,  হিসাব বিভাগের ইনচার্জ মামুন হাওলাদার, প্রশাসনিক কর্মকর্তা আশিকুল হায়দার, বিভাগীয় ইনচার্জ (আরসিসি) মো. মামুন-অর-রশিদ, ওটি ইনচার্জ রেহানা আক্তার। অনুষ্ঠান আয়োজন ও পরিচালনায় ছিলেন নার্সিং সুপারভাইজার শারমিন আক্তার ও লিজা। অনুষ্ঠানে নান্দনিক সঞ্চালনা করেন সিনিয়র স্টাফ নার্স তামান্না আকতার এবং অহিদা আকতার। এছাড়া নাক কান গলা বিশেষজ্ঞ ডা. মঈনুজ্জামান মুঈন সভায় উপস্থিত ছিলেন। সভা শেষে দোয়া-মোনাজত পরিচালনা করেন স্টোর ইনচার্জ মাওলানা ওলিউর রহমান।

সর্বশেষ