৯ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
পটুয়াখালীর রাঙ্গাবালীতে স্বামী স্ত্রীকে পিটিয়ে জখম।। বৃহস্পতিবার মাধ্যমিক পর্যায়ের সব বিদ্যালয় বন্ধ ঘোষণা বরিশাল সিটিতে নৌকা বিজয়ের লক্ষে ১৪ দলের সমন্বয় সভা অনুষ্ঠিত এক যুগ পর মঠবাড়িয়া পৌর নির্বাচন : কে হবেন নৌকার মাঝি! ১০টি স্মার্ট ফোন উদ্ধার করেছে ভোলা গোয়েন্দা পুলিশ পবিপ্রবিতে এনবিএ-র নতুন কমিটি গঠন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন : নৌকার সমর্থেন বানারীপাড়া আ.লীগ নেতৃবৃন্দের গণসংযোগ আমি সর্বাত্তকভাবে চেষ্টা করবো নগরবাসীর প্রয়োজনে কাজ করার : খোকন সেরনিয়াবাত ভোলার গ্যাস বরিশালে আনাসহ ১৭ দফা ইশতেহার হাতপাখার প্রার্থীর পটুয়াখালীতে বিদ্যুৎ অফিস ঘেরাও করল বিএনপি

নাম পরিবর্তনের নামে ‘অশ্বিনী কুমার‘কে বিতর্কিত করছে কথিত সুশীলরা

মো: আসাদুজ্জামান:
বরিশালের শতকরা ৯০ ভাগ লোকের মতের বিপক্ষে গিয়ে বরিশাল কলেজের নাম পরিবর্তন করা হলে চরম আন্দোলন হতে পারে । জনবিচ্ছিন্ন গুটি কয়েক কট্টোরপন্থী কমিউনিজম সুশীলের কথায় নাম পরিবর্তনের প্রস্তাব আগামীর শান্ত বরিশালকে আন্দোলনের দিকে ধাবিত করে অশান্ত করতে পারে । নতুন নাম করনে সুনামের বদলে দানবীর অশ্বিনী কুমার দত্তকে বিতর্কে জড়ানো হবে.যেটা কাম্য নয়। বরিশালের ৯০ ভাগ লোক মহাত্মা অশ্বিনী কুমার দত্তকে শ্রদ্ধা করেন । আর বরিশাল কলেজের নাম পরিবর্তন করে অশ্বিনী কুমার দত্তের নামে নাম করন করতে গেলে ৯০ ভাগ লোকের শ্রদ্ধার দুয়ারে বিতর্কের বীজ বপন হবে।। বরিশালের বৃহত্তর বিষয়ে সর্ব মহলের সাথে কোন রকম আলোচনা বা বৈঠক ছাড়াই এটা কি করে হতে পারে। দাবী যে কোন ব্যাক্তি বা গোষ্ঠি করতে পারে. তবে অবাস্তবকে বাস্তবে রুপায়িত করা কঠিন দুরহ হয়। বরিশালের মানুষ প্রতিবাদী এটা আমরা ভুলে গেলে চলবেনা। যারা বরিশাল নামকে ফেলতে কলেজ থেকে মুছে ফেলার প্রস্তাব করেছেন তারা নিশ্চয়ই বরিশাল বাসীর প্রতিনিধিত্ব করেন না। বা মহাত্মা অশ্বিনী কুমার দত্তের উত্তরসুরী হিসাবেও প্রতিনিধিত্ব করেন না। বরিশালের আপামর মানুষ ফুসে উঠতে শুরু করেছে। রাজ পথে অনেকে নেমেছে। আন্দোলন হলে ৯০ ভাগ লোকের মতের পক্ষে আমিও থাকবো রাজপথে মিছিলের অগ্রভাগে।

 

লেখক: বার্তা প্রধান, দৈনিক দক্ষিণাঞ্চল

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ