রহিম রেজা, ঝালকাঠি
ঝালকাঠির রাজাপুরের পুটিয়াখালি সোনালী মোড় এলাকার স্থানীয় সংরক্ষিত ইউপি সদস্য রিনা আক্তার মালা ও তার স্বামী বদিউজ্জামান বদুর বিরুদ্ধে শারমিন আক্তার (২৩) নামে এক প্রবাসীর স্ত্রীকে মারধর করে মাথা ফাটিয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এর গতরাতে ওই নারী গৃহবধূ রাজাপুর থানায় লিখিত অভিযোগ দেন। শারমিন সৌদি প্রবাসী ও গাজিপুরের শেখ তুশারের স্ত্রী। রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন শারমিন আক্তার জানান, সোমবার বিকেলে একটি মুরগি আত্মীয় ও প্রতিবেশী ইউপি সদস্য রিনা আক্তার মালা ঘরে মুরগিটির পা ভেঙে দেয়। মুরগির পা ভাঙার কারন জানতে গেলে ক্ষিপ্ত হয়ে মালা ও বদু দুজনে মিলে দেশীয় অস্ত্রী দিয়ে শারমিনের মাথায় আঘাত করে ফাটিয়ে যায় এবং বুকে পা দিয়ে আঘাত করে। তবে অভিযোগ অস্বীকার করে ইউপি সদস্য রিনা আক্তার মালা ও তার স্বামী বদিউজ্জামান বদু জানান, ঘরে ইটপাটকেল নিক্ষেপ ও গালমন্দের প্রতিবাদ করায় কথাকাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটেছে, তার মাথা ফাটানো হয়নি। রাজাপুর থানার এসআই সোয়াইব হোসেন জানান, উভয় পক্ষের অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন ও সিসি টিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
