পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুর কাউখালীতে নারী ও কন্যার প্রতি উত্ত্যক্তকরণও যৌন নিপীড়ন ও ধর্ষনের সহ সকল প্রকার সহিংসতা প্রতিরোধ এগিয়ে আসার জন্য বৃহস্পতিবার সকালে মহিলা পরিষদের কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা মহিলা পরিষদের সভানেত্রী সুনন্দা সমদ্দার। এ সময় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন মহিলা পরিষদের সাংঠনিক সম্পাদক ছায়া সমদ্দার, লিগাল এইড সম্পাদক ফরিদা ইয়াসমিন অর্থ সম্পাদক দীপা বসু। সংবাদ সম্মেলনে মহিলা পরিষদের সভানেত্রী বলেন, নারীর মানবধিকার প্রতিষ্ঠার জন্য এবং নারী ও কন্যা শিশু নির্যাতন বিরোধী সংস্কৃতি গড়ে তোলাই এই সংবাদ সম্মেলনের উদ্দেশ্য।
