৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

নিউজিল্যান্ডে ফিফা নারী বিশ্বকাপ শুরুর আগে বন্দুক হামলা, নিহত ২

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নিউজিল্যান্ডের অকল্যান্ড শহরে ফিফা নারী বিশ্বকাপ শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে বন্দুকধারীর হামলায় দুই জন নিহত হয়েছেন। এছাড়া পুলিশের পাল্টা গুলিতে হামলাকারীও মারা গেছে। বন্দুক হামলায় পুলিশ কর্মকর্তাসহ ছয়জন আহত হয়েছেন। খবর বিবিসির।

বৃহস্পতিবার দেশটির স্থানীয় সময় সকালে এই ঘটনা ঘটে।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স এই হামলাকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে দেখছে না বলে জানিয়েছেন। পরিকল্পনা অনুযায়ী ফিফা নারী বিশ্বকাপের খেলা এগিয়ে যাবে বলে জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, হামলার কোনো রাজনৈতিক বা আদর্শিক উদ্দেশ্য চিহ্নিত করা যায়নি।

ফিফার সমস্ত কর্মী ও ফুটবল দল নিরাপদ রয়েছে বলে জানান অকল্যান্ডের মেয়র ওয়েন ব্রাউন। নগরীর ইডেন পার্কে উদ্বোধনী ম্যাচটি অনুষ্ঠিত হবে নিউজিল্যান্ড ও নরওয়ের খেলার মধ্য দিয়ে।

এক বিবৃতিতে দেশটির পুলিশ বলেছে, বৃহস্পতিবার সকালে একটি নির্মাণাধীন ভবনে এই বন্দুক হামলার ঘটনা ঘটে। হামলাকারী ভবনের মধ্য দিয়ে চলে যাওয়ার সময়ও গুলি চালিয়েছে। এ সময় পুলিশও তার পিছু নিয়ে পাল্টা গুলি চালায়। কিছুক্ষণের মধ্যেই হামলাকারীকে মৃত অবস্থায় পাওয়া যায়।

আজ থেকে নিউজল্যান্ড ও অস্ট্রেলিয়ায় যৌথভাবে শুরু হচ্ছে নারী বিশ্বকাপ ফুটবল। অকল্যান্ডের ইডেন পার্কে ‘এ’ গ্রুপের ম্যাচটি দিয়ে শুরু হবে এবারের নারী বিশ্বকাপের খেলা।

সর্বশেষ