১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
নলছিটির চার বিদ্যালয়ে পাস করেনি কেউ বাবুগঞ্জে জলবায়ু পরিবর্তন সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচী উদযাপন বরিশালে জিপিএ-৫ প্রাপ্তদের তাৎক্ষণিক সংবর্ধনা দিল ছাত্রশিবির এসএসসি-দাখিল উত্তীর্ণদের বার্তা দিলেন মাওঃ আবদুল জব্বার এসএসসিতে সকল বিষয়ে এ প্লাস : পবিপ্রবি প্রো-ভিসির পুত্র হিসান মুহতাসিম: প্রতিভা, প্রজ্ঞা আর সম্ভাবনার... এবারও এসএসসি পরীক্ষায় বরিশাল ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫ ভোলায় বিএনপি নেতার বিরুদ্ধে কৃষক পরিবারকে নি*র্যাত*ন ও লু*টপা*টের অভিযোগ হিসান মুহতাসিম প্রকৌশলী হতে চায় পিরোজপুরে দুই বিদ্যালয়ে পাস করেনি কেউ বাকেরগঞ্জে এসএসসি/দাখিল উত্তীর্ণদের শুভেচ্ছা জানালেন মিজান খান

নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ শিকারঃ ৭ টি ট্রলার ও ৩ লক্ষ মিটার জালসহ ৩৫ জেলে আটক

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

হোসাইন আমির.কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি

কুয়াকাটায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে বঙ্গোবসাগরে মাছ শিকারের দায়ে ৭ টি ট্রলার ও ৩ লক্ষ মিটার জালসহ ৩৫ জেলেকে আটক করেছে কুয়াকাটা নৌ-পুলিশ। আজ বিকাল তিনটায় আগুনমুখা নদীতে অভিযান চালিয়ে এসব জেলেদের আটক করা হয়। বিকেলে কলাপাড়া সিনিয়র মৎস্য কর্মকর্তা কুয়াকাটা নৌ ফাড়ীতে এসে ৭টি ট্রলার কে ১ লক্ষ ৯০ হাজার টাকা জরিমানা করে আসামিদের মুচলেখা রেখে ছেড়ে দেয় আটককৃত ৮ জেলের বাড়ি কলাপাড়া উপজেলার লালুয়া এলাকায় এবং ২৭ জেলের বাড়ি রাঙ্গাবালী উপজেলার বিভিন্ন এলাকায়।
আটক কৃতরা হলেন কাওসার (৩২).রাতুল (২৫) জসিম(৩২) মফিদুল (২৮) মাহবুব(২২) নাসির খান(৪০) জহিরুল ইসলাম (২০) নুরুননবী (১৮) মিলন(২৫) নাঈিম (৩০) সজিব (২২) রাসেল(২৩) ইমন(২০) স্বপন(২৫) জোবায়ের(২০) বাবুল হাং(৩৫) তাইফ’ল(২৫) আলমগীর(২৫) লিটন(২৭) সজিব (১৯) ধুদি মৃধা(৪৫) মাসুম(২০) মামুন(২১) হ্নদয় (২৫) সজিব(২৮) রনি(২৫) কিরণ(২৭) জাকির (৪৪) রবিউল হাসান(১৮) রাজিব(২০) জামাল মৃধা(৩৯) জামাল হাং(৩২) শাহিন মিয়া (২৫) নাজমুল (২২)ও স্বাধীন প্যাদা এদের কলাপাপাড়া ও রাঙ্গাবালী এলাকার বিভিন্ন বাড়ী । বিকেলে কলাপাড়া সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহ কুয়াকাটা নৌ ফাড়ীতে এসে ৭টি ট্রলার কে ১ লক্ষ ৯০ হাজার টাকা জরিমানা করে আসামিদের মুচলেখা রেখে ছেড়ে দেন। কুয়াকাটা নৌ-পুলিশের এএসআই কামরুল ইসলাম জানান, নিষেধাজ্ঞা উপেক্ষা করে বেশ কয়েকদিন ধরে এসব জেলেরা সমুদ্রসহ বিভিন্ন নদ নদীতে মাছ শিকার করে আসছে। গোপন সংবাদরে ভিত্তিতে অভিযান চালিয়ে এসব জেলেদের আটক করা হয়েছে।

সর্বশেষ