অনলাইন ডেস্ক :: পিরোজপুরের নেছারাবাদে ছেলের কোদালের আঘাতে জয়নাল আবেদিন (৭৫) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ আগস্ট) বিকেলে উপজেলার মাহমুদকাঠী গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, দুপুর দেড়টার দিকে গোসল করতে যাওয়ার সময় ক্ষিপ্ত হয়ে কোদাল দিয়ে বাবার মাথায় আঘাত করেন আব্দুর রাজ্জাক (৪৫)। স্থানীয়রা গুরুতর আহত জয়নাল আবেদিনকে প্রথমে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৪টার দিকে তিনি মারা যান।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন বলেন, ঘটনার পর থেকে আব্দুর রাজ্জাক পলাতক। স্বজনরা আব্দুর রাজ্জাক মানসিক ভারসাম্যহীন বলে জানিয়েছেন।