২রা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
মঠবাড়িয়ায় প্রতিপক্ষের হামলায় একই পরিবারের আহত ৩ কাঠালিয়ায় প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রী আহত চাঁন মিয়ার ডাক্তার হওয়ার স্বপ্ন পূরন করতে পাশে দাঁড়ালেন সেচ্ছাসেবী শোভন। বরিশাল বাণী পরিবারের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালের ডাকাত সর্দার বাদল শরীফ ঢাকায় গ্রেফতার ঝালকঠিতে মেলা শেষে পরে আছে বিধ্বস্ত খেলার মাঠ বরগুনায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধে তীব্র ভাঙন পটুয়াখালীতে প্রধানমন্ত্রীর ত্রান তহবিলের ৮ লক্ষ টাকার চেক হস্তান্তর করেন আলী আশ্রাফ বাউফলে প্রথম আলোর সম্পাদকসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের... শেখ হাসিনা ক্ষমতায় থাকায় বাংলাদেশ আজ উন্নত সমৃদ্ধ : প্রাণিসম্পদ মন্ত্রী

নেলসন ম্যান্ডেলা স্মৃতিপদক পাওয়ায় গলাচিপায় ইউপি চেয়ারম্যানকে গণসংবর্ধনা

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
সমাজ সেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ নেলসন ম্যান্ডেলা স্মৃতি পদক-২০২০ পাওয়ায় পটুয়াখালীর গলাচিপা উপজেলার চিকনিকান্দী ইউনিয়ন আওয়ামী লীগ ও ইউনিয়নবাসীর উদ্যোগে চিকনিকান্দী ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন রিয়াদকে এক গণ-সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩টায় উপজেলার চিকনিকান্দী ইউনিয়ন পরিষদ চত্বরে গণ-সংবর্ধনা বাস্তবায়ন কমিটির আহবায়ক মো. গিয়াস উদ্দিন বাবলু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত গণ-সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় চিকনিকান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন রিয়াদ বলেন, ‘আমার বাবা মরহুম আব্দুল বারেক মিয়া মৃত্যুর আগ পর্যন্ত সুখে-দুঃখে মানুষের পাশে ছিলেন। আমার বাবা দক্ষিণ জনপদ বৃহত্তম গলাচিপা-দশমিনা-রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক সংসদ সদস্য ছিলেন। আমার ভাই মরহুম এরশাদ হোসেন বাদল মিয়া মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের পাশে ছিলেন। আমি সাজ্জাদ হোসেন রিয়াদ সুখে-দুঃখে চিকনিকান্দী ইউনিয়নবাসীর পাশে ছিলাম, আছি এবং মৃত্যুর আগ পর্যন্ত থাকব ইনশাল্লাহ্।’ বিশেষ অতিথির বক্তৃতা করেন চিকনিকান্দী ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক মো. জসীম উদ্দিন বাবলু, যুগ্ম আহবায়ক মো. হাবিবুর রহমান রুকন, অবনী ভূষন শীল ও গলাচিপা মহিলা কলেজের প্রভাষক মো. মাহবুবুর রহমান মুকুল। এছাড়া অনুষ্ঠানে চিকনিকান্দী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. টারজন মিয়া, চিকনিকান্দী ইউনিয়ন যুবলীগের সভাপতি ও চিকনিকান্দী ইউপি প্যানেল চেয়ারম্যান বিবেক দেবনাথসহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ