মোঃগোলাম সরোয়ার মনজু।
আজ ২৮ শে নভেম্বর পটুয়াখালীর মির্জাগঞ্জে চলছে ৩য় ধাপের ইউ পি নির্বাচন। উপজেলার বিভিন্ন সেন্টার পরিদর্শন শেষে আমাদের মির্জাগঞ্জ উপজেলার প্রতিনিধি জনাব গোলাম সরোয়ার মনজু বলেন বিভিন্ন সেন্টার পরিদর্শন করে যা দেখা গেছে তা হল এত ভাল, পক্ষপাত হীন নির্বাচন এর আগে কখন ও দেখি নাই।প্রশাসন এর ভুমিকা ছিল প্রশংসনীয়। আজ নির্বাচনে যারা বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন তারা হলেন ১নং মাধবখালী লাভলু কাজী ২নং মির্জাগঞ্জ নাসির উদ্দীন ৩নং আমড়াগাছিয়া সুলতান আহমদ। ৪নং দেউলি আনোয়ার হোসেন খান । ৫নং কাকড়াবুনিয়া মাহাবুব আলম ও ৬নং মজিদবাড়িয়া শানু মোল্লা ।