নিজস্ব প্রতিবেদক ।। পটুয়াখালীর গলাচিপায় কৃষকের জমির ফসল নষ্ট করার প্রতিবাদ করায় একই পরিবারের ৩ সদস্যকে কুপিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা করেছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার সকাল সাড়ে ১০ টায় আবদার পূর্ব পাশে এ ঘটনা ঘটে। আহতরা হলো ওই থানার উত্তর চর বিশ্বাস গ্রামের বাসিন্দা চানমিয়া হাওলাদার ছেলে বিল্লাল হাওলাদার মেয়ে শাহিনুর। আহত চানমিয়া বর্তমানে মুমূর্ষু অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ।
আহত সূত্রে জানা যায়, ভুক্তভোগী চান মিয়ার জমির ফসল প্রতিপক্ষরা নষ্ট করে এবং চুরি করে কেটে নিয়ে যায়। ঘটনার দিন এ নিয়ে প্রতিবাদ করলে রাজ্জাক ফকির ,মোস্তফা, নাজু, সিদ্দিক, রিনা , খোদেজা সহ অজ্ঞাত ৫/৬ জন সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রসহ নিয়ে পরিকল্পিতভাবে হামলা করে। পরে স্থানীয়রা আহতকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চান মিয়ার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য শেবাচিমে প্রেরণ করে। সেনাবাহিনী ও সরকার প্রধানের কাছে এর সুষ্ঠু বিচারের দাবি করেছে ভুক্তভোগী কৃষকের পরিবার। এ বিষয়ে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও আহতের স্বজনরা আরো জানান।