ওবায়দুর রহমান অভি,দুমকি প্রতিনিধি- “প্রানী সম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ”। এ প্রতিপাদ্যে পটুয়াখালীর দুমকিতে উপজেলা প্রানীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর আয়োজনে প্রানীসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রানীসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয় এর সহযোগিতায় সরকারি জনতা কলেজ মাঠে দিন ব্যাপী উক্ত প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ড. হারুন অর রশীদ হাওলাদার, দুমকি উপজেলা নির্বাহী অফিসার শাহীন মাহমুদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এ্যাড এইচ এম মাসুদ আল মামুন, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ শফিউর রহমান। সরকারি জনতা কলেজের অধ্যক্ষ মোঃ আঃ লতিফ হাওলাদার, উপজেলা প্রানীসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মোঃ মসিউর রহমান, ডেইরি এ্যাসোসিয়েসনের সাধারণ সম্পাদক মোঃ আবদুল খালেক হাওলাদার প্রমূখ।
উক্ত প্রদর্শনীতে উপজেলার ৫টি ইউনিয়নের ৩৫ জন খামারি হলস্টেইন, ফ্রিজিয়ান গাভী, শাহীয়াল গাভী, ষাঢ়,দুম্বা, মহিষ, ভেড়া, টার্কি কবুতর, হাঁস- মুরগি, ভার্মি কম্পোস্ট ও প্রানীসম্পদ প্রযুক্তি প্রদর্শন করা হয়।
#