মির্জা আহসান হাবিব ঃ পটুয়াখালীতে পূবালী ব্যাংক লিমিটেডের এর হেতালিয়া বাঁধঘাট এর উপশাখা উদ্বোধন করা হয়েছে।
সোমবার বেলা ১১ টায় পটুয়াখালী শহরের হেতালিয়া বাঁধঘাট এ ব্যাংকের অফিস কক্ষে পূবালী ব্যাংকের উপশাখা উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটুয়াখালী পূবালী ব্যাংকের ব্যবস্থাপক পরিমল চন্দ্র বিশ্বাস। অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ- মহা ব্যবস্থাপক ও অঞ্জল প্রধান বরিশাল মোঃ মনজুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী মহাব্যবস্থাপন আঞ্চলিক কার্যালয় বরিশাল মোঃ তরিকুল ইসলাম, ব্যবসায়ী ও সাবেক এমপি শাহজাহান খান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ মোঃ সোহেল, কালিকা পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তানবির আহমেদ, ব্যবসায়িক এর মধ্যে থেকে বক্তব্য রাখেন সমাজ সেবক আবুল হাই, নান্নু মৃধা, হালিম মৃধা, শহিদুল ইসলাম মৃধা, ভবম মালিক আবু জাফর ও রাইসুল ইসলাম, অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ব্রান্স ইন চার্জ মোঃ সাকিবুর রহমান ও অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সিনিয়র অফিসার পটুয়াখালী শাখা রুবাইয়াত মোর্শেদ মিশুক।
এ সময় বক্তারা বলেন প্রায় ৬০ বছর এই ব্যাংকের বয়স, পূবালী ব্যাংক মানুষের বিশ্বস্ত ব্যাংক, তাই মানুষ বিশ্বাস নিয়ে এই ব্যাংকে আমানত রাখে। পটুয়াখালী জেলায় গ্রাহকদের চাহিদার উপর নির্ভর করে হেতালিয়া বাঁধঘাট এ একটি নতুন উপশাখা উদ্বোধন করা হয়েছে। রিটেল রিটেল ব্যাংকিং কার্যক্রম এর সুবিধা ভোগ করতে পারবে এবং যাহার মাধ্যমে গ্রাহকরা সম্পুর্ন ব্যাংকিং সুবিধা পাবেন।
