৯ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
পটুয়াখালীর রাঙ্গাবালীতে স্বামী স্ত্রীকে পিটিয়ে জখম।। বৃহস্পতিবার মাধ্যমিক পর্যায়ের সব বিদ্যালয় বন্ধ ঘোষণা বরিশাল সিটিতে নৌকা বিজয়ের লক্ষে ১৪ দলের সমন্বয় সভা অনুষ্ঠিত এক যুগ পর মঠবাড়িয়া পৌর নির্বাচন : কে হবেন নৌকার মাঝি! ১০টি স্মার্ট ফোন উদ্ধার করেছে ভোলা গোয়েন্দা পুলিশ পবিপ্রবিতে এনবিএ-র নতুন কমিটি গঠন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন : নৌকার সমর্থেন বানারীপাড়া আ.লীগ নেতৃবৃন্দের গণসংযোগ আমি সর্বাত্তকভাবে চেষ্টা করবো নগরবাসীর প্রয়োজনে কাজ করার : খোকন সেরনিয়াবাত ভোলার গ্যাস বরিশালে আনাসহ ১৭ দফা ইশতেহার হাতপাখার প্রার্থীর পটুয়াখালীতে বিদ্যুৎ অফিস ঘেরাও করল বিএনপি

পটুয়াখালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ১০

বাউফল প্রতিনিধি :: পটুয়াখালীর বাউফলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় রাসেল রাঢ়ীকে (১৮) বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার দিবাগত রাতে উপজেলার নওমালা ইউনিয়নের নগরের হাট এলাকায় এ ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলা আওয়ামী লীগের (একাংশের) সাংগঠনিক সম্পাদক ও নওমালা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামাল হোসেন বিশ্বাসের সাথে একই ইউনিয়নেয় চেয়ারম্যান ও উপজেলা শ্রমিকলীগের (একাংশের) সাধারণ সম্পাদক শাহজাদা হাওলাদারের মধ্যে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন বিকালে উপজেলা আওয়ামী লীগের (একাংশের) সভাপতি ও স্থানীয় এমপি অসম ফিরোজ গ্রুপের দলীয় সাংগঠনিক সভা শেষে রাত ৮টার দিকে কামাল বিশ্বাসের কয়েক সমর্থক নগরের হাট গিয়ে শাহজাদা হাওলাদারের কয়েক সমর্থককে গালমন্দ করে। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এসময় শাহজাদা হাওলাদার গ্রুপের সমর্সেথক রাসেলকে (২৩) কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়। এ ঘটনায় উভয়পক্ষের ছোড়া ইটের আঘাতে কবির (৩৫), রহমান রাঢ়ীসহ কমপক্ষে ১০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করে। তবে ওই এলাকায় এখনও থমথমে অবস্থা বিরাজ করছে বলে জানা গেছে।

বাউফল থানার ওসি জানান, পরবর্তীতে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি রোধে সেখানে পুলিশ মোতায়েন আছে। সংঘর্ষের ঘটনায় অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।’

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ