২রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

পটুয়াখালীতে আরও ৪৪ জনের করোনা শনাক্ত

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীতে বাউফল থানার একাধিক পুলিশ সদস্য ও কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের দুই সদস্যসহ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৮৫৮ জন।

শনিবার রাতে তাদের রিপোর্ট পজিটিভ আসে। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম শিপন।

নতুন আক্রান্তদের মধ্যে ১৬ জন বাউফলের, ১০ জন সদর উপজেলার, ৮ জন কলাপাড়ার, ৫ জন দুমকির, ৪ জন গলাচিপার ও ১ জনের বাড়ি দশমিনা উপজেলায়।

আক্রান্ত সবাই কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছেন। তাদের সংস্পর্শে আসা সকলের নমুনা সংগ্রহ করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয় ৭ এপ্রিল। প্রথম করোনা আক্রান্ত হয়ে মারা যায় ২৯ এপ্রিল। এ পর্যন্ত জেলায় মৃত্যু হয়েছে ২৫ জনের। হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৯ জন। বাড়িতে কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছেন ৪৪৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৭৮ জন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ