৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
মৃত্যুর প্রথম রাত কেমন হবে ! নৌকা প্রতিকের মনোনয়নপত্র দাখিল করলেন এস এম শাহজাদা পিরোজপুর-৩ আসনে লাঙ্গল পেলেন না ৪ বারের এমপি, হবেন স্বতন্ত্র প্রার্থী বরিশালে বন্ধ করে দেয়া হলো দোকানে পাম্প বসিয়ে তেল বিক্রি অবরোধ সফল ও হরতাল পালন করতে বরিশাল মহানগর বিএনপি মশাল মিছিল বাকেরগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন প্যানেল চেয়ারম্যান ১ আলহাজ... পটুয়াখালী-৪ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র দাখিল বরিশালের ছয় আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৪৭ প্রার্থী বরিশালে অটোপাসের আশ্বাসে শিক্ষার্থীদের নিয়ে মিছিলে প্রধান শিক্ষক! বাকেরগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন প্যানেল

পটুয়াখালীতে ইপিজেড স্থাপনের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ

মির্জা আহসান হাবিব ঃ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে পটুয়াখালীর আউলিয়াপুরের পঁচাকোড়ালিয়া মৌজায়র রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেট) স্থাপনের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার বেলা ১২পটুয়াখালী জেলা প্রশাসকের কায়ালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরীর নিকট প্রধানমন্ত্রী বরাবরে স্মারক লিপি প্রেশ করেন।
পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন পালনকালে বক্তব্য রখেন পটুয়াখালী সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট মোঃ তারিকুজ্জামান মনি, আউলিয়াপুর ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট মোঃ হুমায়ুন কবির, সাবেক চেয়ারম্যান শাহ আলম শরীফ, কৃষিবিদ ফরিদুজ্জামান খান, মনজুলুল আহসান, আবু বকর সিদ্দিক, মোঃ জাকির হোসেন, আঃ হক সরদার প্রমুখ।
বক্তরা বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগের মধ্যে অন্যতম একটি সদর উপজেলার আউলিয়াপুরে ইপিজেড ¯’াপন। বর্তমানে জায়গা নির্বাচনসহ খাসজমি প্রাপ্যতা শর্তে আশপাশে জমি অধিগ্রহণ চলছে।সম্প্রতি এ নিয়ে একটি কুচক্রিমহল বিরোধীতা করছে বলে মানব বন্ধনে বক্তারা দাবী করেন। তাই সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী ও ¯’ানীয় প্রশাসনের কাছে দাবী জানিয়ে বলেন, সকল ষড়যন্ত্র মোকাবেলা করে পটুয়াখালীর আউলিয়াপুরের পঁচাকোড়ালিয়া মৌজায় রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেট) ¯’াপনের জন্য অতিদ্রুত ¯’ানীয় সকল পদক্ষেপ নেওয়ার আহবান জানান।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ