মির্জা আহসান হাবিব ঃ পটুয়াখালীতে করোনা ভাইরাস ভ্যাকসিন প্রদান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১৮ জানুয়ারি বেলা ১২ টায় জেলা প্রশাসক দরকার হলে জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে করোনা ভাইরাস ভ্যাকসিন প্রদান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শেখ মোঃ বিল্লাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হুমায়ুন কবির, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর, সাধারণ সম্পাদক ভিপি আবদুল মান্নান, সিভিল সার্জন ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম, এসডিএ নির্বাহী পরিচালক ও সাংবাদিক কে এম এনায়েত হোসেন, শুকতার এনজিওর প্রতিনিধি মাহফুজা ইসলাম, কমিশনার দেলোয়ার হোসেন আকনসহ বিভিন্ন পেশার লোকজন ।
এ সময় বক্তারা বলেন করোনা ভাইরাস ভ্যাকসিন সঠিক ব্যবহার নিশ্চিত করতে করার সব রকম কার্যক্রম অব্যহত থাকবে। ঝুঁকি পূর্ন রেজিষ্ট্রেশনকৃত ভুক্তভোগীদের দেখে ভ্যাকসিন দেয়ার ব্যবস্থা করা হবে। এ মাসের শেষ নাগাদ ভ্যাকসিন আসার সম্ভাবনা আছে আসার পর সকল কার্যক্রম শেষ হলে ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে।
