১০ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

পটুয়াখালীতে করোনার উপসর্গে নারীর মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনার উপসর্গ নিয়ে আজ রোববার সকালে এক নারী মারা গেছেন। তাঁর বয়স ৫০ বছর। তিনি পটুয়াখালীর গলাচিপা উপজেলা শহরের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের সাবেক মহিলা ইউপি সদস্য ছিলেন।

পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. কামরুজ্জামান জানান, ওই নারী কয়েক দিন ধরে জ্বর-হাঁচি ও কাশিতে ভুগছিলেন। গলাচিপা থেকে গতকাল শনিবার বিকেলে তাঁকে এখানে নিয়ে আসা হয়। একসময় তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। আজ সকাল সাড়ে নয়টার দিকে তাঁর শ্বাসকষ্ট বেড়ে যায়। একপর্যায়ে তিনি মারা যান। তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কি না, তা জানতে নমুনা সংগ্রহ করা হয়েছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ