কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :: কলাপাড়ায় টানা তিন দিন নমুনা পরীক্ষায় শতভাগ করোনা রোগী (৩২ জন) শনাক্ত হওয়ায় উপজেলা প্রশাসন লকডাউন নিশ্চিত করতে কঠোর অবস্থানে রয়েছে। তারপরও কলাপাড়া পৌরসভার অস্থায়ী মাছ বাজারে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। জটলা পাকিয়ে মাছ বেচা-কেনা করতে দেখা গেছে।
সোমবার বেলা ১১ টায় এ দৃশ্য দেখা গেছে। এ ছাড়া বিভিন্ন গ্রামের হাটের দিন কোন ধরনের বিধিনিষেধ মানা হচ্ছে না। প্রকাশ্যে গবাদিপশুর হাট বসছে।
বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বারদের উদাসীনতায় সরকারের করোনার সংক্রমন প্রতিরোধ কার্যক্রম শতভাগ বাস্তবায়ন হচ্ছে না। ফলে কলাপাড়ায় করোনা সংক্রমণ আতঙ্ক বিরাজ করছে।