পটুয়াখালী প্রতিনিধি ঃ পটুয়াখালী জেলা পটুয়াখালী পৌরসভার টাউন কালিকা পুর পানির ট্যাংকি সংলগ্ন পুরাতন কাপরের মার্কেটের সাইফুল এর দোকানে চাঁদার দাবিতে হামলা চালায় এলাকার লতিফ প্যাদা ও তার বাহিনী এর প্রতিবাদে মানববন্ধন করেছে পুরাতন কাপড়ের মার্কেট মালিক কর্মচারীবৃন্দ।
অভিযোগ ও ভুক্তভোগী সূত্রে জানা যায় গত ১৬ এপ্রিল পটুয়াখালী পৌরসভার টাউন কালিকা পুর পানির ট্যাংকি সংলগ্ন পুরাতন কাপরের মার্কেটে বিকাল বেলা মোঃ লতিফ প্যাদা পিতা – আফসের প্যাদা, মনোয়ারা বেগম পিতা- মন্নাব, রেবা বেগম স্বামী – লতিফ প্যাদা, রায়হান প্যাদা, রাব্বি প্যাদা উভয় পিতা- লতিফ প্যাদা, মোঃ মানিক পিতা- ইউনুস মাস্টার, সর্ব সাং টাউন কালিকা পুর, পটুয়াখালীরা সাইফুল এর কাপড়ের দোকানে ঢুকে প্রান নাশের হুমকি দিয়ে এলোপাতাড়ি কিল ঘুষি লাথি ও লাঠি দিয়ে পিটিয়ে জখম করে। এছাড়াও আমার দোকানের মালাল ও নগদ টাকা নিয়া যায়। আহত সাইফুলের আর্তচিৎকারে আসপাশের দোকানীরা আগাইয়া আসিলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। আহত সাইফুল কে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ বিষয় সাইফুল বাদী হয়ে পটুয়াখালী সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
