মির্জা আহসান হাবিব ঃ পটুয়াখালীর ওয়ার্কসপ সমিতি ব্যবসায়ীদের নিয়ে দি-পটুয়াখালী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি মোঃ গিয়াসউদ্দিনের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে
২৪ জানুয়ারী রাতে দি-পটুয়াখালী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মিলনায়তনে চেম্বার অব কমার্সের সভাপতি মোঃ গিয়াসউদ্দিনের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় আর উপস্থিত ছিলেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি পরিচালক নাছরুল্লাহ সিকদার, ওমর ফারুক মোঃ ইকবাল হোসেন ভুইয়া, পটুয়াখালী জেলা ওয়ার্কসব সমিতির সভাপতি সোহরাব হাওলাদার, সাধারণ সম্পাদক বিকাশ দাসসহ সমিতির অন্যান্য নের্তৃবৃন্দ।
এ মতবিনিময় সভায় সমিতির বিভিন্ন সমস্যা ও সমাধান রোধে দিক নির্দেশনামুলক বক্তব্য রাখেন দি-পটুয়াখালী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি মোঃ গিয়াসউদ্দিন।
