মির্জা আহসান হাবিব ঃ পটুয়াখালীতে জমিজমা বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় গুরুতর ও রক্তাক্ত আহত হয়ে হাসপাতালে ভর্তি। ১ সেপ্টেম্বর সকাল পৌনে ১০টায় এঘটনা ঘটে সদর উপজেলা ইটবাড়িয়া ইউনিয়নের ঘোপখালী গ্রামে। জানা যায়, গত ৪ দিন আগে নিজের ভোগদখলীয় জমিতে ধানের চারা রোপন করেন চাঁনমিয়া শরীফ । কিন্তু প্রতিপক্ষ আজ বুধবার সকালে তাদের রোপনকৃত ধানের চারা উপরাতে গেলে চাঁনমিয়া, আব্বাস, রকিবুল ও মিরাজ বাধা দিতে গেলে প্রতিপক্ষ আবদুল রাজ্জাক গং এর নের্তৃত্বে একটি ১৫/২০জনের একটি সন্ত্রীসী বাহিনী দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে চান শরীফ লোকদের উপর অতর্কিত হামলা চালিয়ে চারদিক থেকে ঘেড়াও করে রাখেন। আব্দুল রাজ্জাক গং দের হামলায় চান মিয়া শরীফ(৪০),রাকিব (২৫),আব্বাস শরীফ (২৪) এবং মিরাজ শরীফ (১৮) গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রæত সদর হাসপাতালে ভর্তি করেন। এব্যাপারে মোঃ আঃ করিম হাং বাদী হয়ে মোঃ রাজ্জাক হাং কে প্রধান আসামী করে ১০জনসহ অজ্ঞাতনামা আরও ১০/১২জনকে আসামী করে পটুয়াখালী সদর থানায় একটি মামলা দায়ের করেন।
