১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
নাজিরপুরে পাশাপাশি খোঁড়া হচ্ছে একই পরিবারের সেই ৪ জনের কবর ভোলায় পূজা মন্ডপের গেট ভাঙচুরের সময় হিন্দু যুবক আটক রায়পুরায় পূজামণ্ডপের প্যান্ডেল ভাঙচুর নিয়ে গুজব ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন কলাপাড়ায় সরকারী খাল দখলমুক্ত করতে দু-পক্ষের হামলা, আহত-৫ ঝালকাঠিতে প্যানেল চেয়ারম্যানের দায়িত্বে ছাত্রলীগের সাবেক সম্পাদক বরগুনায় ধ*র্ষ*ণ প্রতিরোধক জুতা আবিষ্কার করলো স্কুলছাত্র দুমকিতে ছাত্র ব*লাৎকা*রের অভিযোগে প্রাইভেট শিক্ষক আটক বরিশালে পূজা মণ্ডপ পাহারা দিচ্ছেন বিএনপি নেতাকর্মীরা স্কুল-কলেজের শিক্ষার মতো মাদ্রাসা শিক্ষাকেও কর্মমুখী করতে হবে: স্বপন মুলাদীতে পুকুরে গোসলে নেমে প্রাণ গেল কলেজছাত্রের

পটুয়াখালীতে জমির বি*রোধে ছোট ভাইয়ের হাতের কব্জি কে*টে নিলো বড় ভাই

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

পটুয়াখালী প্রতিনিধি ::: জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে আবু মুন্সি (২৮) নামে এক যুবকের হাতের কব্জি কেটে নিয়েছে আপন বড় ভাই। বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে পটুয়াখালীর মহিপুর থানাধীন লতাচাপলী ইউনিয়নের আজিমপুর গ্রামে ঘটনাটি ঘটে।

আহত আবু মুন্সি ওই এলাকার নুর মোহাম্মদ মুন্সির ছোট ছেলে। এ ঘটনায় নুর মোহাম্মদ মুন্সির অপর দুই ছেলে নাসির মুন্সি (৪৫) ও বশির মুন্সি (৪০) আহত হয়েছে।

স্থানীয়রা জানান, পৈত্রিক সম্পত্তি নিয়ে তিন ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। পারিবারিকভাবে জমিজমা ভাগ করে দিলেও ছোট ভাই আবু মুন্সি দিন দিন বেপরোয়া হয়ে ওঠে। দিনের পর দিন আতঙ্কে থাকে এলাকার মানুষ। আপন বড় ভাইসহ বৃদ্ধ মা-বাবাও রেহাই পায়নি আবুর হাত থেকে।

স্থানীয়রা আরো জানান, গত শনিবার আবু মুন্সি তার আপন বড় দুই ভাই নাসির মুন্সি ও বশির মুন্সিকে কুপিয়ে মারাত্মক জখম করলে তারা হাসপাতালে চিকিৎসা নেন। পরে বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে এলাকার লোকজন আবু মুন্সিসহ তার ওই দুই ভাইয়ের মাঝে মিমাংসার চেষ্টা করেন। পরবর্তীতে আবু মুন্সি স্থানীয় বাজারে গেলে তার মেজো ভাই বশির মুন্সির সুমুন্দিসহ তার ছেলেরা আবুকে রশি দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখার খবর শুনে স্থানীয়রা আবু মুন্সিকে উদ্ধার করে তার বাবার হাতে তুলে দেন। এর কিছুক্ষণ পরেই খবর আসে আবু মুন্সির হাতের কব্জি কাটার কথা। এরপর স্থানীয়রা উদ্ধার করে দ্রুত কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপালে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশালে প্রেরণ করা হয়।

এদিকে আবু মুন্সির বৃদ্ধা মা জোলেখা বিবি কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার তিনটা ছেলে নাসির মুন্সি, বশির মুন্সি ও আবু মুন্সি। ৩ জনই আজ হাসপাতালে। এই বৃদ্ধ বয়সে আমরা একটু শান্তিতে থাকতে পারলাম না।

এ বিষয়ে মহিপুর থানার তদন্ত কর্মকতা মো. নোমান হোসেন জানান, প্রাথমিকভাবে হুকুমদাতা হিসেবে আবু মুন্সির বাবা নুর মোহাম্মদ মুন্সিকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ