১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
বিসিসি থেকে বেতন নেন সাবেক মেয়রের বাসার কাজের লোক উজিরপুরে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সম্পাদকের নামে হ*ত্যাচেষ্টা মামলা ঝালকাঠি সদর হাসপাতাল : ফিল্ম না থাকায় দেড় মাস ধরে এক্স-রে সেবা বন্ধ মঠবাড়িয়া বিএনপি নেতা দুলালকে দল থেকে বহিষ্কার বরগুনায় ছাত্র আন্দোলন সমন্বয়কদের মধ্যে সং*ঘ*র্ষ, আ*হ*ত ৪ হার্ট অ্যাটাক থেকে বাঁচতে চাইলে প্রতিদিন বাদাম খান পটুয়াখালীতে জমির বি*রোধে ছোট ভাইয়ের হাতের কব্জি কে*টে নিলো বড় ভাই বরিশালে মিলল মানসিক ভারসাম্যহীন ব্যক্তির ম*রদেহ, পরিবারের দাবি হ*ত্যা বরিশালে ৮ কেজি গাঁজাসহ মাদকবিক্রেতা আটক বরিশালে এসএসসির সিলেবাস কমানোর দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

পটুয়াখালীতে ডাকাত আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন বাসিন্দারা

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

পটুয়াখালী প্রতিনিধি ::: পটুয়াখালীতে ডাকাত আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন এ জেলার বাসিন্দারা। ফলে নিজেদের জানমালের নিরাপত্তার জন্য পাড়া-মহল্লায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ লাঠি, টর্চলাইট, বাঁশি নিয়ে রাত জেগে পাহারা দিচ্ছেন।

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরপরই দেশের বিভিন্ন স্থানে এক শ্রেণির দুর্বৃত্তদের কর্তৃক হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ ও ধ্বংসযজ্ঞের ঘটনার ধারাবায়িকতায় পটুয়াখালী জেলার বিভিন্ন স্থানে দুর্বৃত্তরা হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ ও ধ্বংসযজ্ঞের তান্ডব চালায়। বিশেষ করে পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নের খলিসাখালী ও বদরপুর গ্রামে বিভিন্ন বাসাবাড়িতে হামলা, ভাঙচুর, মারধর করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটপাটের ঘটনায় পটুয়াখালী জেলা শহরের নতুন বাজার, নিউমার্কেট, পুরান বাজার, সবুজবাগ, হেতালিয়া বাঁধঘাট এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফলে উল্লেখিত এলাকা সমূহের ব্যবসায়ীরা ও স্থানীয় সাধারণ মানুষ স্বউদ্যোগে রাতভর পাহারা দিতে দেখা গেছে।

প্রতিদিন রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত পাহারায় থাকেন এসব লোকজন। আইনশৃঙ্খলা বাহিনী না থাকায় রাতে ডাকাতির ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন এলাকাবাসী। তাই রাতভর মন্দিরসহ বাড়িঘর পাহারা দিচ্ছেন হিন্দু মুসলিমসহ স্থানীয় বাসিন্দারা। কোনো এলাকায় ডাকাত প্রবেশের খবর পেলেই ছুটে যান সেখানে। মসজিদ থেকে মাইকিং করে সতর্ক করা হয়। ডাকাতির সংবাদ পেলে এলাকাবাসী ফোন করেন সেনাবাহিনীকে। পটুয়াখালীর বেশ কয়েকটি স্থানে ডাকাতিকালে অস্ত্রসহ বেশ কয়েকজনকে স্থানীয়রা আটক করে সেনাবাহিনীর কাছে হস্তান্তরের ঘটনাও ঘটেছে।

এ ব্যাপারে সদর উপজেলার খলিশাখালী গ্রামের বাবুল মিয়া জানান, হিন্দু পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে খোঁজ-খবর নিয়েছি। এলাকার লক্ষণ মেম্বারের বাড়ি ছাড়া এখন প্রর্যন্ত এই এলাকায় আর কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। হিন্দু সম্প্রদায়ের লোকজনসহ রাত জেগে পাহারা দেয়ার ব্যাবস্থা রয়েছে। কোন সন্ত্রাসী বা ডাকাত এই এলাকায় যাতে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে এলাকাবাসী সব সময় সতর্ক রয়েছে।

পটুয়াখালী পৌর সহরের সেন্টার পাড়া ও পুরান বাজারের ব্যাবায়ীরা খুব দ্রুত থানা পুলিশের কার্যক্রম চালু করে পুলিশ মাঠে নেমে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করলে চোর, ডাকাতের উৎপাত থেকে মুক্তি পেয়ে নিশ্চিন্তে রাতে ঘুমাতে পারবেন বলে মনে করেন।

পটুয়াখালী হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি অতুল চন্দ্র দাস বলেন, জেলায় বিভিন্ন মন্দির ও বাড়িতে হামলা ও ভাঙচুর হয়েছে তাই হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের পক্ষ থেকে আমরা দল গঠন করে মন্দির ও বাড়িঘর পাহারা দিচ্ছি। এলাকাবাসী ও বিভিন্ন রাজনৈতিক দলের লোকজন আমাদের সার্বিক সাহায্য করছে। থানা পুলিশের কার্যক্রম স্বাভাবিক হলে নিশ্চিন্তে রাতে ঘুমাতে পারবো।

এ এলাকার দায়িত্বে থাকা সেনাবাহিনীর কমান্ডিং অফিসার জানান, এমন অনেক বিষয়ে আমাদের ফোন করে জানানো হয়। পরবর্তীতে আমরা গিয়ে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করি। তবে পটুয়াখালীতে আমাদের সেনাবাহিনীর সদস্যরা টহলে রয়েছে। পটুয়াখালীতে অপ্রীতিকর ঘটনার খবর পেলে সেনাসদস্যরা রাত-দিন যে কোনো সময় ছুটে গিয়ে সাধারণ মানুষের নিরাপত্তার জন্য কাজ করছে।

সর্বশেষ