৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পটুয়াখালীতে নতুন করে ১৭ জনের করোনা শনাক্ত, একজনের মৃত্যু

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর কলাপাড়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রুহুল আমিন হাওলাদার (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৮ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৭ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছে।

রোববার (২৬ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম শিপন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রুহুল আমিন গত ১৮ জুলাই করোনায় আক্রান্ত হন। আক্রান্ত হওয়ার পর থেকে তিনি হোম আইসোলেশনে ছিলেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে (সাবেক অ্যাপোলো) ভর্তি করা হয়। শনিবার (২৫ জুলাই) রাতে তার মৃত্যু হয়।

ডা. জাহাঙ্গীর আলম বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় সদরে ১১ জন, দুমকিতে ৩ জন, দশমিনায় ২ জন এবং বাউফলে ১ জন আক্রান্ত হয়েছে। এতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৮২ জনে। এর মধ্যে ৫৭০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এছাড়া হাসপাতাল আইসোলেশন ১০ জন ও হোম আইসোলেশনে আছেন ৩৭৪ জন।

সর্বশেষ