২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

পটুয়াখালীতে নিখোঁজ শিশুর লাশ ডোবা থেকে উদ্ধার

পটুয়াখালীর মহিপুরে নিখোঁজের একদিন পর সানজিদা আক্তার (০৮) নামে তৃতীয় শ্রেণির এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।রবিবার রাত নয়টার দিকে উপজলার ডালবুগঞ্জ ইউনিয়নের পশ্চিম মনসাতলী গ্রামের একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত সানজিদা কলাাপাড়ার ধুলাসার ইউনিয়নের শিষ আলমের মেয়ে।জানা যায়, গত শনিবার দুপুরে সানজিদা তার খালার বাড়ি পশ্চিম মনসাতলী গ্রাম থেকে নিজ বাড়ি চর ধুলাসার গ্রামের উদ্দেশ্যে রওয়ানা হয়ে বাড়িতে পৌছায়নি। অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। গতকাল রাতে তার লাশ পশ্চিম মনসাতলী গ্রামের একটি ডোবায় ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
মহিপুর থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লাশের শরীরে কোন দাগ পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে পা পিচলে ওই শিশু পানিতে পড়ে গেছে। রিপোর্ট পাওয়ার পর বলা যাবে মৃত্যুর সঠিক কারণ।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ