১০ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

পটুয়াখালীতে পাচঁ শতাধিক বাস মালিক শ্রমিকরা পেলেন প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা

মির্জা আহসান হাবিব ঃ পটুয়াখালীতে করোনা ভাইরাসের প্রার্দুভাবে ক্ষতিগ্রস্থ তিন শতাধিক বাস মালিক শ্রমিকদের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এঁর মানবিক সহায়তা পৌছে দিলেন জেলা প্রশাসক ।
২৬ এপ্রিল সোমবার সকাল ১০ টায় পটুয়াখালী আবুল কাসেম স্টেডিয়ামে উক্ত মানবিক সহায়তা অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাজী কানিজ সুলতানা এমপি। আয়োজিত সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, যুগ্মসাধারন সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট গোলাম সরোয়ার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হুমায়ুন কবির ,সদর উপজেলার নির্বাহী অফিসার লতিফা জান্নাতী, পটুয়াখালী প্রেসক্লাবের সাধারন সম্পাদক জালাল আহমেদ, বাস মিনিবাস মালিক সমিতির রফিকুল ইসলাম বাদশা,মিজানুর রহমান হাওলাদর,রনি মৃধা ও শামিমসহ জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেটবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বাসমালিক শ্রমিকদের ৫ শতাধিক শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এঁর মানবিক সহায়তা শ্রমিকদের হাতে দেন। বিতরনকৃত মানবিক সহায়তার মধ্যে প্রতিজনকে ১০ কেজি চাল, কেজি আলু, ১লিটার তৈল, কেজি ডাল, কেজি চিনি, আধাকেছি ছোলা, আধাকেজি মুড়ি ও ১টি লক্স সাবান। এ মানবিক সহায়তা প্রদান অব্যাহত থাকবে বলে জেলা প্রশাসক জানান। বক্তারা করোনা সংক্রম মোকাবেলায় সবাইকে নিয়মিত মাস্ক ব্যবহারসহ সরকারের স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ