মির্জা আহসান হাবিব ঃ পটুয়াখালী জেলায় করেনা ভাইরাস প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্ত দরিদ্র, অসহায় বয়স্ক,দুস্ত, ভাসমান এবং অস্বচ্ছল জনগনের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।
শুক্রবার সকাল ১০ টায় জেলা প্রশাসক এর আয়োজনে পটুয়াখালী লঞ্চ ঘাটে এ মানবিক সহায়তা প্রদান করেন জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর, সাধারণ সম্পাদক ভিপি আবদুল মান্নান, কোষাধক্ষ গাজী হাফিজুর রহমান সবির,নদী বন্দর কর্মকর্তা মহিউদ্দিন আহম্মেদ, জেলা দূর্যোগ কর্মকর্তা রনজিত কুমার সরকার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জালাল আহম্মেদ ব্যবসায়ী শিবুলাল দাসসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
মানবিক সহায়তায় ছিল চাল,ডাল,তেল,লবন,চিনি,সাবান ও মাক্স।
