পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যুতায়িত হয়ে মো. শামীম আহম্মেদ (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দা গ্রামে নরিমকো পাওয়ায় কোম্পানীর সিমানা প্রাচীরের কাজ করতে গিয়ে এ ঘটনা ঘটে।
কলাপাড়া থানার পুলিশ উপপরিদর্শক মো. জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত শামীম আহম্মেদ ভোলার বোরহান উদ্দিন উপজেলার রাম কেশব গ্রামের মো. শফিকুল ইসলামের ছেলে।
জানা গেছে, লোন্দা গ্রামের রুরাল নরিমকো পাওয়ায় কোম্পানীর সিমানা প্রাচীরের কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হন শামীম আহম্মেদ। এসময় অন্যান্য শ্রমিকরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কলাপাড়া থানার পুলিশ উপ-পরিদর্শক মো. জাকির হোসেন জানান, শামিমের মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।