এম লোকমান হোসেন, নিজস্ব প্রতিবেদক : গতকাল শুক্রবার ২৫ ডিসেম্বর রাতে পটুয়াখালীতে অনুষ্ঠিত হয়ে গেল দেশের বিভিন্ন স্হানে / বিভিন্ন পেশায় কর্মরত বাল্য বন্ধুদের মিলন মেলা। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়া লেখা শেষ করে এক একজন নিজ নিজ পেশায় প্রতিষ্ঠিত।
কর্মব্যস্ততার ফাঁকে বৈশ্বিক মহামারি (কোভিট-১৯) কারণে হারানো বন্ধুদেরকে কাছে পেয়ে সবাই হাসিঁ – খুশি আর আনন্দে মেতে উঠে। একসাথে চা,কপি পান ও রাতের ডিনার উৎসবের মাএায় যেন একটু নতুনত্ব আনে।
এতে অংশ গ্রহণ করছে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ মোঃ জাহাঙ্গীর হোসেন, পটুয়াখালী বারের সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ মোহসিন, সাবেক সাধারণ সম্পাদক মো: মোজাম্মেল হোসেন তপন, আবুল কালাম আজাদ, মো: কামরুল হাসান, মো: শওকত হোসেন মৃধা, মাকসুদুল হক বাবু, মো: শাহীন শাহস্কুল বন্ধু ডা: সিদ্ধার্থ সঙ্কর দাস, মোহাম্মদ রুহুল আমিন, আব্দুর রাজ্জাক, এস এম মোর্শেদ, শিবলী সহ আরো অনেকে।