৩০শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ

পটুয়াখালীতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নের মিঠাপুর গ্রামে মামুন হাওলাদার (৩৮) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের ১২টি চিহ্ন পাওয়া গেছে।

আজ বৃহস্পতিবার সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করে পটুয়াখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার মোর্শেদ বলেন, ‘আজ ভোররাতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।’

মামুন হাওলাদার শহরের নিউ মার্কেটের নাজ সুজ দোকানের মালিক ছিলেন। তিনি মিঠাপুর গ্রামের সোহরাব হাওলাদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যার দিকে মুঠোফোনে একটি ফোন এলে কথা বলতে বলতে ঘরের বাইরে চলে যান মামুন। পরে রাত ১১টার দিকে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। রাতে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। পরে আজ সকাল ৬টার দিকে গ্রামের বাড়ির অদূরে একটি পরিত্যক্ত জায়গায় মামুনের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পটুয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

ওসি আক্তার মোর্শেদ আরও বলেন, ‘মামুনের পিঠে তিনটিসহ শরীরে ধারালো অস্ত্রের আঘাতের মোট ১২টি চিহ্ন রয়েছে। পূর্ব শত্রুতার জেরে পরিচিত কোনো প্রতিপক্ষ তাকে হত্যা করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।’

‘এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং এর সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে’, যোগ করেন পুলিশের এই কর্মকর্তা।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ