মির্জা আহসান হাবিব ঃ পটুয়াখালী পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর নিজামুল হক নিজাম এর করোনা পজেটিভ।
দিনরাত পরিশ্রম করে করোনায় কর্মীন অসোহয় মানুষের পাশে দাড়িয়ে ত্রাণ সহায়তা দিয়ে আজ নিজেই করোনায় পজেটিভ হলেন। পটুয়াখালী পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর নিজামুল হক নিজাম পৌর সভার মেয়র মহিউদ্দিন আহম্মেদ এর মত নিজে সার্বক্ষনিক অসহায় লোকগুলোর পাশে দাড়িয়ে ত্রাণ তৎপরতা চালিয়ে ছিলেন। এরই মধ্যে পৌর সভার মেয়র মহিউদ্দিন আহম্মেদ এর করোনা ভাইরাস পজিটিভ আসে। আজ বুধবার পটুয়াখালীর সিভিল সার্জন জাহাঙ্গীর আলম পটুয়াখালীর ১ নং ওয়ার্ডের কাউন্সিলর নিজামুল হক নিজাম এর করোনা ভাইরাস পজিটিভ এর বিষয় টি নিশ্চিত করেন। কমিশনার নিজামুল হক তার সুস্থতার জজন্য সকলের কাছে দোয়া প্রার্থী।
