৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

পটুয়াখালীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালী মহিপুরে যৌতুকের দাবিতে সুমাইয়া (২০) নামের এক গৃহবধুকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার ধুলাসার ইউনিয়নের নয়াকাটা গ্রামের স্বামীর বাড়ি থেকে ওই গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত সুমাইয়া উপজেলার লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া গ্রামের শাহাজাদার মেয়ে।

কিশোরী নববধূর মা খাদিজা বেগম জানান, প্রায় ৬ মাস আগে নয়াকাটা গ্রামের মাসুদ মিয়ার সঙ্গে সুমাইয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকেই এক লাখ টাকা যৌতুক দাবি করে আসছে স্বামী মাসুদ। গতকাল সকালে সুমাইয়া ফোন করে স্বামীর জন্য যৌতুক হিসেবে এক লাখ টাকা দাবি করে। টাকার জন্য তাকে মারধর করা হয়েছে বলে জানায় সে।

পরে সন্ধ্যায় পুলিশ ওই গৃহবধুর গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

মহিপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, সুমাইয়ার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ