২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

কলাপাড়ায় শিশুর শ্লীলতহানির অভিযোগে কিশোর গ্রেপ্তার

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর কলাপাড়ায় ছয় বছরের এক শিশুর শ্লীলতাহানির অভিযোগে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ভোরে কলাপাড়া পৌরসভার বাদুরতলীর নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে রোববার রাতে ওই শিশুর বাবা বাদী হয়ে ১৬ বছর বয়সী কিশোরটির বিরুদ্ধে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলার বরাত দিয়ে কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, বাদুরতলীর ওই শিশু ও কিশোরের পরিবার একই বাড়িতে ভাড়া থাকে।

“রোববার বিকালে শিশুটি ওই কিশোরের বাড়ি গেলে সে তার শ্লীলতাহানি করে। ওই সময় শিশুটির ডাক চিৎকারে তার মা গিয়ে উদ্ধার করেন।”

রাতে শিশুটির বাবা থানায় মামলা করলে ওই কিশোরকে গভীর রাতে গ্রেপ্তার করা হয়। সোমবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।’’

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ