১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পটুয়াখালীতে শিশুসহ আরও ৬ জনের করোনা শনাক্ত

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

পটুয়াখালী জেলায় দুই শিশুসহ নতুন করে ছয়জনের শরীরে করোনাভাইরাস সংক্রমিত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ২৫০। আজ মঙ্গলবার জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র এ তথ্য জানিয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে দুই শিশু রয়েছে। একজনের বাড়ি পটুয়াখালী জেলা শহরে, অপরজনের গলাচিপা উপজেলায়। এ ছাড়া অন্য চারজনের মধ্যে একজন গলাচিপার, একজন বাউফলের এবং দুজন পটুয়াখালী সদর উপজেলার বাসিন্দা। নতুন শনাক্ত ছয়জনসহ জেলায় কোভিড রোগীর সংখ্যা ২৫০। এর মধ্যে এখন পর্যন্ত মারা গেছেন ১৫ জন।

পটুয়াখালীর সিভিল সার্জন মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, করোনায় সংক্রমিত ব্যক্তিদের পটুয়াখালীর ২৫০ শয্যা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ও হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁদের সংস্পর্শে আসা ব্যক্তিদের হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।

সর্বশেষ