মির্জা আহসান হাবিব ঃ পটুয়াখালীতে সেক্স ওয়ার্ক নেটয়ার্ক এর আয়োজনে ও ইউএনএআইডিএস এর আর্থিক সহায়তায় শক্তি নারী সংগঠনের যৌন কর্মীদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
শুক্রবার বেলা ১২ টায় পটুয়াখালী পৌরসভার পুরাতন হাসপাতাল রোডের যৌন পল্লীর শক্তি নারী সংগঠন এর ৬০ জন করোনা ভাইরাস মহামারীতে ক্ষতি গ্রস্ত অসহায় যৌন কর্মীর মাঝে এ ত্রান সামগ্রী বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসআই পটুয়াখালী পুলিশ ফারী কেএম মজিবুর রহমান। শক্তিনারী সংগঠনের সভানেত্রী ঝুমুর বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর পুলিশ ফারির এএসআই মোঃ কামাল হোসেন, সেক্স ওয়ার্ক নেটওয়ার্ক এর সভাপতি আলেয়া আক্তার লিলি,সহসভাপতি নুরুন নাহার, সাধারণ সম্পাদক রাজিয়া বেগমসহ অন্যান্য নের্তৃবৃন্দ।
সেক্স ওয়ার্ক নেটওয়ার্ক এর আওতায় করোনা মহামারী ভাইরাস এর কারনে অসহায় ক্ষতি গ্রস্ত যৌন কর্মীদের আর্থিক অনুদান হিসেবে ইতিপূর্বে পটুয়াখালীর যৌন পল্লীর ৬০ জন যৌন কর্মীদের সহায়তা প্রদান করেন। এরই আলোকে ১৭ ডিসেম্বর ২০২১ ইং শুক্রবার আরও ৬০ জন যৌন কর্মীদের মধ্যে ত্রান সহায়তা প্রদান করা হয়।
