মির্জা আহসান হাবিব ঃ পটুয়াখালী জেলা ছাত্রলীগ নেতা হৃদয় আশিষের নৃর্তৃত্বে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ গণশিক্ষা বিষয়ক সম্পাদক ওয়াহিদ খান রাজের পটুয়াখালীত আগমন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
১৮ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় জেলা সার্কিট হাউস এর সমানে হৃদয় আশিষের নের্তৃত্বে পটুয়াখালী জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা ফুলের পাপড়ি ছিটিয় ও ফুলের তোরা দিয়ে বরন করেন। এর পারে বেলা ১২ টায় জেলা জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সংবর্ধনার আয়োজন করা করা হয় এবং এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিপি আবদুল মান্নান ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির উপগনশিক্ষা বিষয়ক সম্পাদক ওয়াহিদ খান রাজ। অনুষ্ঠান টি সঞ্চালনা করেন পটুয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান। এছাড়াও জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপগনশিক্ষা বিষয়ক সম্পাদক ওয়াহিদ খান রাজ পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার সন্তান।
