পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালী শহরের একটি আবাসিক হোটেল থেকে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে শহরের ফটিকের খেয়াঘাট এলাকার ‘সাউথ কিং’ হোটেল থেকে পিংকি (২৪) নামের ওই তরুণীর লাশ উদ্ধার করা হয়।
জেলা সদর থানার ওসি আখতার মোর্শেদ বলেন, তিনদিন আগে রাহাত (৩০) নামের এক যুবকের সঙ্গে স্বামী পরিচয়ে হোটেলের ৯০৩ নাম্বার রুম ভাড়া নেয় পিংকি। হোটেল রেজিস্ট্রারে পিংকির বাড়ির ঠিকানা খুলনার খালিশপুরে উল্লেখ করা হয়েছে।
“শুক্রবার সকাল ৭টার দিকে রাহাত নাস্তা আনতে বাইরে যায়। পরে সে ফিরে এসে হোটেল রুমের দরজায় ডাকাডাকি করে। পরে অনেকক্ষণ কোনো সাড়াশব্দ না পেয়ে এক পর্যায়ে দরজার একটি ছিদ্র দিয়ে পিংকিকে রুমের ভেতর ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।”
পরে হোটেল কর্তৃপক্ষের কাছে খবর পেয়ে পুলিশ গিয়ে পিংকির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় বলে এ পুলিশ কর্মকর্তা জানান।
তিনি বলেন, “মেয়েটি ওড়না দিয়ে ওই ফ্যানের সাথে ফাঁস লাগিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রাহাতকে থানায় আনা হয়েছে “