মির্জা আহসান হাবিব ঃ গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার ২৭ আগষ্ট গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পটুয়াখালী জেলার সাথে সংযুক্ত হয়ে পটুয়াখালী জেলাধীন মির্জাগঞ্জ উপজেলা শতভাগ বিদ্যুতায়ন ও “পটুয়াখালী-পায়রা ২৩০ কেভি সঞ্চালন লাইন” এর শুভ উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে পটুয়াখালী প্রান্তে উপস্থিত ছিলেন পটুয়াখালী -১ আসনের সাবেক ধর্মপ্রতিমন্ত্রী মোঃ শাহজাহান মিয়া এমপি, পটুয়াখালী -২ আসনের সংসদ সদস্য জনাব আ.স.ম ফিরোজ; পটুয়াখালী -৪ আসনের সংসদ সদস্য মোঃ মহিববুর রহমান; সংরক্ষিত আসনের সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন, পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান । এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান মোহন, বাংলাদেশ আওয়ামী লীগ পটুয়াখালী জেলা শাখার সভাপতি, কাজী আলমগীর, সাধারণ সম্পাদক ভিপি আবদুল মান্নান, পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দিন আহম্মেদ , পটুয়াখালী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সরেয়ার, সিভিল সার্জন জাহাঙ্গীর আলম,পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি কাজী সামসুর রহমান ইকবালসহ জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, বিদ্যুৎ বিভাগের প্রতিনিধি, উপকারভোগী এবং সাংবাদিকবৃন্দ। পটুয়াখালী প্রান্তে অনুষ্ঠানের সঞ্চালনা করেন জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী।
