পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীতে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে পটুয়াখালীতে মোট আক্রান্ত হয়েছেন দুই হাজার ৬৭৯ জন।
এই সময়ের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে মোতাহার হোসেন (৭৫) নামে একজনের মৃত্যু হয়েছে। পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে তার মৃত্যু হয়। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৫৯ জনে।
বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালীর সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম শিপন।
আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন দুই হাজার ৩৪৫ জন। হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৪ জন এবং বাড়িতে চিকিৎসা নিচ্ছেন ২৬১ জন।