পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালী পিটিআই রোডস্থ প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনিস্টিটিউট এর মধ্যে ৭ মাস বয়সী ভ্রুণ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরে প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনিস্টিউটের প্রধান ফটকের সামনে থেকে ব্যাগভর্তি ভ্রুণটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সকালে এলাকার পুকুরে কয়েকজন গোসল করার সময় টেনিং ইনিস্টিউটের গেটের ভিতরে একটি ব্যাগ পড়ে থাকতে দেখে তাদের সন্দেহ হয়। তখন তারা খুলে দেখলে ব্যাগের ভেতর রক্ত দেখে স্থানীয় সাংবাদিক তাজউদ্দিনকে জানায়। তাজউদ্দিন ঘটনাস্থলে যেয়ে ব্যাগের ভেতর কাগজে মোড়া বস্তুটি খুলে ভ্রুণ দেখতে পান এবং জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। পরে পটুয়াখালী সদর থানা থেকে অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান এসে ব্যাগের মৃত ভ্রুণটি উদ্ধার করেন।
জেলা অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান বলেন, ভ্রুণটি কন্যা সন্তান। হাত, পা ছিন্নবিচ্ছিন্ন হয়ে আছে। ধারণা করা হচ্ছে ভ্রুণটি গতকাল রাতে ব্যাগভর্তি করে উক্ত এলাকায় ফেলে রাখা হয়। ভ্রুণের ময়নাতদন্ত করে এবং অত্র এলাকার সিসি ক্যামেরা ফুটেজ দেখে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।