মির্জা আহসান হাবিব ঃ পটুয়াখালী জেলার ইটবাড়িয়া ইউনিয়নে ঘূর্নঝড় ইয়াষে ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারের মাঝ ত্রাণ সহায়তা প্রদান করা হয়। ২৮ মে শুক্রবার সকাল সাড়ে ১০ ইটবাড়িয়া ইউনিয়ন পরিষদে ঘূর্নিঝড় ইয়াষে ক্ষতি গ্রস্তদের মাঝে প্রধান অতিথি হিসেবে ত্রাণ সহায়তা প্রদান করেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও পটুয়াখালী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ গোলাম সারোয়ার। এ ছাড়াও ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ভাইস চেয়ারম্যান সৈয়দ মোঃ সোহেল, মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা হোসেন মিকি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক জোমাদ্দারসহ অন্যান্য লোকজন। ঘুর্নিঝর ইয়াসের কবলে প্লাবিত পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রদত্ত ত্রাণ সহায়তা বিতরণ করা হয়।
