মির্জা আহসান হাবিব ঃ গত ২৬ সেপ্টেম্বর থেকে মোঃ সাইফুল হাওলাদার (৩৮), পিতা-মৃত আবদুল কাদের হাওলাদার, সাং- গলাচিপা ইউনিয়ন – ইটবাড়িয়া, উপজেলা ও জেলা- পটুয়াখালী। সাইফুল একজন বুদ্ধি প্রতিবন্ধী প্রায়ই সে বাড়ি থেকে কাউকে না বলে চলে যায় আবার কয়েক দিন পর চলে আসে। এইবার ২৬ সেপ্টেম্বর সকাল আনুমানিক সাইফুল কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয় এখনও বাড়ি ফিরে আসে নাই। আত্মীয় স্বজন সহ পরিচিত এবং অপরিচিত সব জায়গায় খোঁজ করেও সাইফুলের সন্ধান মেলেনি। তাই সাইফুলের ভাই সন্ধান না পেয়ে পটুয়াখালী সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন যাহার নং-১০২ তারিখ – ৩-১০-২০২১ ইং।
নিখোঁজ সাইফুলের বিবরণ
নামঃ মোঃ সাইফুল হাওলাদার (৩৮) উচ্চতা- ৫ ফুট ৬ ইঞ্চি, মুখমণ্ডল গোলাকার, গায়ের রং ফর্সা, মাথার চুল কালো, পড়নে ছিল লুঙ্গি ও গেঞ্জি। নিখোঁজ সাইফুল পটুয়াখালীর আঞ্চলিক ভাষায় কথা বলে।
কোন স্ব হৃদয় ব্যাক্তি প্রতিবন্ধী সাইফুল কে পেয়ে থাকলে অথবা দেখে থাকলে সাইফুলের ভাই মাওলানা মোঃ আঃ মোতালেব হাওলাদার, মোবাইল নম্বর- ০১৭১৬২৫৫০৫৪ এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইল।
