মির্জা আহসান হাবিব পটুয়াখালী মহাকুমা ও জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠিতা সভাপতি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগটক কাজী আবুল কাসেম এ্যাডভোকেট – এর ৩৯ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
৬ ফেব্রুয়ারী ২০২৩ সোমবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের আয়োজনে আওয়ামী লীগ কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট আফজাল হোসেন
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নান, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা সুলতান আহমদ মৃধা, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান, ও জেলা আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
