মির্জা আহসান হাবিব ঃ
দক্ষিন বাংলার অভিভাবক, পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক, মন্ত্রী, বরিশাল-১ আসনের সংসদ সদস্য, বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি, জননেতা আলহাজ্ব আবুল হাসনাত আবদুল্লাহ এমপি’র সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
২৯ আগষ্ট রবিবার সন্ধায় পটুয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয় জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর এর সভাপতিত্বে এ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়াও অনুষ্টানে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান, সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ উজ্জ্বল কুমার বোষ, দপ্তর সম্পাদক এ্যাডঃ হারুন অর রশিদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জী ও পটুয়াখালী জেলা যুবলীগের আহবায়ক আরিফুজ্জামান রনিসহ জেলা আওয়ামী লীগের নের্তৃবৃন্দ, যুবলীগ, কৃষকলীগ,ছাত্রলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
আয়োজনে দেয়া মিলাদ অনুষ্ঠিত হয়।
দক্ষিণ বঙ্গের সিংহ পুরুষ আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ অসুস্থ বোধ করায় ঢাকায় স্কয়ার হসপিটালে ভর্তি হয়েছেন। সকলে তার দ্রুত সুস্হতা কামনা করেন।
