মির্জা আহসান হাবিব ঃ পটুয়াখালী জেলা বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লবও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৭ নভেম্বর শনিবার বেলা ১১ টায় পটুয়াখালী প্রেসক্লাবের ড. আতহার উদ্দিন মিলনায়তনে পটুয়াখালী জেলা বিএনপির নবনির্বাচিত আহবায়ক কমিটির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টির সঞ্চালনায় ও আহবায়ক আলহাজ্ব আবদুর রশিদ চুন্নু মিয়ার সভাপতিত্বে পটুয়াখালী জেলা বিএনপির জাতীয় বিপ্লবও সংহতি দিবসপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ জাতীয় বিপ্লবও সংহতি দিবসের আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির নেতা ও সাবেক এমপি শাহজাহান খান, দুমকি উপজেলা বিএনপির সাবেক সভাপতি বাহাউদ্দীন খান বাহা, মহিলা বিএনপির নেতা এ্যাডঃ আমেনা বেগম, পটুয়াখালী জেলা বিএনপির নেতা মোঃ মোফাচ্ছেল হোসেন দুলাল, কমলাপুর ইউনিয়ন চেয়ারম্যান মনির রহমান মৃধা, বড় বিঘাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ সেলিম শিকদার, সাবেক চেয়ারম্যান ফকর উদ্দিন, সাবেক পটুয়াখালী ছাত্রদলের সভাপতি গাজী আশফাকুর রহমান বিপ্লব, বশির আহম্মেদ ও পটুয়াখালী জেলা যুবদলের সভাপতি ওবায়দুর রহমান বুলবুলসহ জেলা বিএনপির নেতা কর্মীরা এ সভায় উপস্থিত ছিলেন।
এ সময় বক্তরা বলেন বেগম খালেদা জিয়া কে মিথ্যা মামলা দিয়ে জেল খাটিয়ে বর্তমানে তাকে ঘর বন্দী করে রেখেছে। আর আমাদের নেতা তারেক রহমানকে যেকোনো মূল্যে দেশে ফিরিয়ে এনে কঠোর আন্দোলনের মাধ্যমে এই সরকারকে মধ্য বর্তী নির্বাচনে বাধ্য করা হবে। অনুষ্ঠান শেষে বিএনপির নেতা কর্মীরা প্রায়ত নেতাদের মাজার জেয়ারতের মাধ্যমে অনুষ্ঠান শেষ করেন।
