১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

পটুয়াখালী প্রেসক্লাবের আয়োজনে পটুয়াখালী জেলা দিবসে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা

মির্জা আহসান হাবিব ঃ পটুয়াখালী প্রেসক্লাবের আয়োজনে পটুয়াখালী জেলা দিবস উদযাপন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বেলা ১১ টায় পটুয়াখালী প্রেসক্লাবের সামনে থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একাই স্থানে এসে আনন্দ শোভাযাত্রাটি শেষ হয়। আনন্দ শোভাযাত্রা শেষে পটুয়াখালী প্রেসক্লাবের সদর রোডের মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পটুয়াখালী প্রেসক্লাবের নব নির্বাচিত সাধারণ সম্পাদক জালাল আহম্মেদ এর সঞ্চালনায় এবং সভাপতি স্বপন ব্যানার্জীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক পটুয়াখালীর সম্পাদক ও সাবেক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সুলতান আহমদ মৃধা। এছাড়াও অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাকের সাংবাদিক নির্মল কুমার রক্ষিত, দৈনিক গনদাবীর সম্পাদক গোলাম কিবরিয়া, প্রেসক্লাবের বিদায়ী সভাপতি কাজী সামসুর রহমান ইকবাল, সাবেক সভাপতি, পৌর কাউন্সিলর ও এনটিভির পটুয়াখালী জেলা প্রতিনিধি কাজল বরন দাস, সাবেক সাধারণ সম্পাদক মুফতি সালাউদ্দিন। এছাড়া আরও উপস্থিত ছিলেন দৈনিক রুপান্তরের সম্পাদক কে এম এনায়েত হোসেন, সাংবাদিক জাফর খান, সহসভাপতি ছোহরাব হোসেন, শংঙ্কর লাল দাস, সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া হৃদয়, যুগ্ম-সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম নান্নু, অর্থবিষয়ক সম্পাদক আবুল হোসেন তালুকদার, কার্যকরী পরিষদের সদস্য বিলাস দাস, আতিকুল আলম সোহেল, চিন্ময় কর্মকার, মশিউর রহমান বাবলু, সাংবাদিক আব্দুস সালাম আরিফ, জাকির মাহমুদ সেলিম ও জাহাঙ্গীর হোসেনসহ অন্যানয় সাংবাদিক বৃন্দ।
পটুয়াখালী জেলা ১৯৬৯ সালের ১ জানুয়ারি জেলা হিসাবে যাত্রা শুরু হয়।সেই থেকে পটুয়াখালী জেলা দিবস উদযাপন করা হয়।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ