।
মির্জা আহসান হাবিব ঃ পটুয়াখালী প্রেসক্লাবের উন্নয়নে পাঁচ লক্ষ টাকা অনুদান হিসেবে প্রদান করেন পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সংসদ সদস্য ও নৌ- পরিবহন মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য তরুন সাংসদ এস.এম শাহজাদা।
২৫ সেপ্টেম্বর শনিবার রাত ৮ টায় প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে প্রেসক্লাবের উন্নয়নে পাঁচ লক্ষ টাকা অনুদান হিসেবে দেয়ার ঘোষনা করেন। পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জী’র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জালাল আহমেদের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন গলাচিপা উপজেলা পরিষদের উপজেলা চেয়ারম্যান ও গলাচিপা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ শাহিন শাহ। তিনিও তার বক্তব্যে প্রেসক্লাবের উন্নয়নে এক লক্ষ টাকা অনুদান দেয়ার ঘোষনা করেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা নির্মল কুমার রক্ষিত, সাবেক সভাপতি কাজল বরন দাস, সাবেক সাধারন সম্পাদক মুফতি সালাউদ্দিন। এ সময় প্রধান অতিথির সফর সঙ্গী হয়ে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এড. উজ্জ্বল বসু, গলাচিপা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আলমগীর হোসেন, আমখোলা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামন মনির, চরকাজল ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান রুবেল, দশমিনা উপজেলা ছাত্রলীগের সভাপতি সবুজ মহল্লাদার, কেন্দ্রীয় যুবলীগ নেতা মমুন আজাদ প্রমুখ।
