মির্জা আহসান হাবিব ঃ পটুয়াখালী সরকারী বালিকা বিদ্যালয়ের ১০৫ তম বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠান ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
৭ ফেব্রুয়ারী ২০২৩ মঙ্গলবার সকাল ১০ টায় পটুয়াখালী সরকারী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ক্রিড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ শরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আহমাদ মাইনুল হাসান, জেলা শিক্ষা অফিসার মুহঃ মুজিবুর রহমান, পটুয়াখালী সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন ও পটুয়াখালী সরকারী বালিকা বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র শীলসহ বিদ্যালের শিক্ষক অভিভাবক, ছাত্র-ছাত্রী ও অন্যান্য নের্তৃবৃন্দ।
সরকারী বালিকা বিদ্যালয়ের ১০৫ তম বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কমিটির আহবায়ক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ শওকত হোসেন।
